গ্যাস স্টোভ ব্যবহারের সঠিক নিয়মাবলী

গ্যাস স্টোভ ব্যবহারের সঠিক নিয়মাবলী


রান্নার কথা আসলেই সবার আগে মাথায় আসবে চুলার কথা। রান্না ঘরে চুলা হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস। আর তাই গ্যাস স্টোভ কিনার ক্ষেত্রে ভালো ব্র্যান্ড যাচাই করে কিনা উচিৎ। সেক্ষেত্রে গাজী গ্যাস স্টোভে হতে পারে আপনার প্রথম পছন্দ।  

গ্যাস স্টোভ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী তা না হলে গ্যাস স্টোভ থেকে ঘটতে পারে নানা ধরনের অঘটন। 

  • রান্নাঘরের জানালা ২৪ ঘন্টা খোলা রাখুন যাতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে। এতে গ্যাস লাইনে লিকেজ থাকলে অঘটন ঘটার সম্ভাবনা কম থাকে ।

  • রান্না ঘরে লাগাতে পারেন গাজী কিচেনহুড যাতে রান্নার সময় যে ধোয়া হয় তা সহজেই টেনে নিতে পারে।

  • বাড়ি ভাড়া নেয়ার পূর্বে বাড়ির মালিকের কাছ থেকে আগেই জেনে নিন গ্যাস লাইনে কোন সমস্যা আছে কিনা।

  • নতুন গ্যাস স্টোভ ক্রয়ের ক্ষেত্রে ভালো মানের স্টোভ যাচাই করে কিনুন ।

  • গ্যাস স্টোভ কেনার সময় প্রোডাক্ট ওয়্যারেন্টি ভালোভাবে বুঝে নিন ।

  • ঝুঁকি এড়াতে দক্ষ মেকানিক দ্বারা আপনার নতুন গ্যাস স্টোভটি ইনস্টল করুন ।

  • স্টোভে কোন সমস্যা দেখা দিলে দেরী না করে এখনই অভিজ্ঞ মেকানিক দ্বারা সমস্যাটি চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন।

  • বাসা থেকে বের হওয়ার পূর্বে গ্যাস স্টোভটি ভালোমতো অফ করে বের হন।


  • আপনার বার্নারটি নিয়মিত পরিষ্কার করুন যাতে ময়লা জমে না থাকে ।

  • গ্যাস স্টোভের উপরের অংশ পরিষ্কার করার আগে স্টোভটি অফ করে ঠান্ডা করে নিন, তারপর সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন । পরিষ্কার হলে মুছে ১০। শুকনা অবস্থায় পুনরায় ব্যবহার করুন ।

  • গ্যাস স্টোভ ও বার্নারের প্রতিটি অংশ আলাদাভাবে খুলে পরিষ্কার করুন ।